Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানের সঙ্গে ইইউ’র বাণিজ্যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:৩৭ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, ইরানের সঙ্গে ২৮ জাতির এই ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের ওপর নিজের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোঘেরিনি। খবর পার্সটুডের।

ওই সাক্ষাৎকারে মোঘেরিনি বলেন, একটি বিদেশি শক্তি, সে যদি আমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হয়- তারপরও অন্য কোনও দেশের সঙ্গে আমাদের বৈধ বাণিজ্যিক সম্পর্কের ওপর সে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইইউ অবশিষ্ট আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মোঘেরিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ তার ১৩টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান এই সমঝোতা পুরোপুরি মেনে চলছে। কাজেই পরমাণু সমঝোতা বাতিল করার প্রশ্ন ওঠে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং নভেম্বরে তেহরানের ওপর পূর্ণ মাত্রার নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ওই সমঝোতা রক্ষা করে তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে নেয়নি এবং এই সম্পর্ক ছিন্ন করার জন্য ইউরোপের ওপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপীয় ইউনিয়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ