Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের ৬ সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০১ এএম

আগামী ১৭ জুলাই ঢাকা সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সংসদ সদস্য। ঢাকা সফরকালে শ্রম অধিকার, বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রভৃতি ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরকালে বাংলাদেশের বেশ কয়েকটি পোশাক কারখানার পরিবেশ ও শ্রমমান পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাণিজ্য বাড়াতে পারে, সে বিষয়েও আলোচনা প্রাধান্য পাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, ইইউয়ের সদস্যদের সফরটি মূলত একটি বাণিজ্য বিষয়ক সফর। তাদের সফরকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, নির্বাচন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের মত বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
এদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, ইইউয়ের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে তারা আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল নিয়মিতভাবে বাংলাদেশ সফর করেন। তবে কোভিড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপীয় ইউনিয়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ