Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৬ পিএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন।রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহতভাবে সমর্থন দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের নবনিযুক্ত মিশন প্রধান রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বৃহস্পতিবার ব্রাসেলসে চার্লস মিশেলের সাথে সাক্ষৎ করতে গেলে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত সালেহ।

রাষ্ট্রদূত সালেহ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনে তাদের মধ্যে আস্থা অর্জনে বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন । রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আরও নিবিড়ভাবে কাজ করার জন্য বাংলাদেশ ও ইইউর মধ্যে একটি দ্বিপক্ষীয় প্ল্যাটফর্ম স্থাপনের পরামর্শ দেন। প্রেসিডেন্ট মিশেল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, মাইগ্রেশন এবং মানবাধিকার সমস্যা সমাধানে আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপীয় ইউনিয়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ