প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় দ্ইু বছর পর পুনরায় শূটিং শুরু হচ্ছে মুভিলর্ড খ্যাত ডিপজলের সিনেমা এক কোটি টাকা। ছটকু আহমেদের পরিচালনায় ২০১৭ সালের ১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমাটির নির্মাণ কাজ। ছটকু আহমেদ বলেন, আসলে আমরা সিনেমাটির শূটিং শুরু করেছিলাম ২০১৭ সালের জানুয়ারিতে। এর ৬০ শতাংশ কাজও শেষ করি। তবে ডিপজল তেমন শূটিং করতে পারেননি। গত বছর সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ। শিঘ্রই সিনেমাটির কাজ শুরু করব। তিনি সিনেমাটির কাজ শেষ করতে বলেছেন। আমরা কিছুদিনের মধ্যে শূটিংয়ের তারিখ জানাতে পারব। শুধু তার অংশের শূটিং বাকি আছে। সিনেমাটির গল্প সম্পর্কে ছটকু আহমেদ বলেন, ছোট একটা মেয়ে লটারিতে এক কোটি টাকা পায়। এই লটারি নিয়ে মেয়েটির জীবন তিক্ত করে তোলে কিছু লোক। তখন ডিপজল মেয়েটির পাশে দাঁড়ায়। এই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চাঁদনী চৌধুরী। এতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা আঁচল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।