বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর গেন্ডারিয়ায় আয়েশা আক্তার (২) নামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার পরে ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় ফেঁসে গেছে এক পাষন্ড বাবা। গত মঙ্গলবার আদালতে দেওয়া নিজের মেয়ের জবানবন্দীতে ফাঁস হয়ে গেছে নাহিদ (৪৫) নামের ওই ব্যক্তির কুকর্ম। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওয়ারী জোনের ডিসি মো. ফরিদ উদ্দিন। এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার সাধনা ঔষধালয়ের পাশে দীননাথ সেন রোড এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশু আয়েশাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নাহিদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পর নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামি নাহিদকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাসার তৃতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এতে তার দুই পা ভেঙে যায়। নাহিদ বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর আসামি নাহিদের মেয়ে ঘটনার কথা জানালে হত্যা রহস্য উন্মোচিত হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার বাবার কুকর্মের কথা তুলে ধরে আদালতে জবানবন্দি দেয় মেয়ে বুশরা। সে আদালতকে জানায়, ঘটনার দিন শনিবার সন্ধ্যার দিকে বাসার বারান্দায় বসে ছিল সে। এ সময় তার বাবার শোয়ার কক্ষ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় সে। এরপর বাবার ঘরে গিয়ে আয়েশাকে কাঁদতে দেখেন। শিশুটি তখন তার বাবার কোলে ছিল। এই সময় নাহিদ বুশরাকে ধমক দিয়ে বলে-তুই এখানে এসেছিস কেন? তখন বুশরা অন্য রুমে চলে যায়। এরপর তার বাবা শিশুটিকে তিন তলার খোলা জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
ডিসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানায় যে, আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। পরে শিশুটি চিৎকার করা এবং তার মেয়ে ঘটনা দেখে ফেলায় শিশুটিকে ফেলে দেয় সে। তিনি বলেন, নাহিদ গুরুতর অসুস্থ থাকায় তাকে বেশি কিছু জিজ্ঞাসা করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।