পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোফাজ্জল হোসেন প্রধান মফা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমূখ গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র। গতকাল বুধবার সকালে শ্রীমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার কমান্ডারের দায়িত্ব পালন করেছে মোফাজ্জল। এ ব্যাপারে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে ০৬/২০১৮নং মামলা রয়েছে। এ বিষয়ে গত ৩ জানুয়ারী ট্রাইবুনাল থেকে ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ বুধবার সকালে তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী জানান, বিষয়টি ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে এবং ট্রাইবুনাল থেকে প্রাপ্ত ওযারেন্ট মুলে তাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।