Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সহিংসতায় আক্রান্তদের মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান

মিয়ানমারের রাখাইন পরিস্থিতিতে উদ্বেগ জাতিসংঘের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মিয়ানমারে জাতিসংঘ দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা। তিনি জাতিসংঘের আবাসিক ভারপ্রাপ্ত সমন্বয়কারী কুট ওসবি। এ মাসের শুরু থেকে ওই রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির লড়াই চলছে। তাতে কমপক্ষে সাড়ে চার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরাকান আর্মির হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উদ্ভুত পরিস্থিতিতে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন নেত্রী অং সান সুচি। তার প্রশাসন সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে বিদ্রোহীদের গুঁড়িয়ে দিতে। এর প্রেক্ষিতে কুট ওসবি সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সব বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, কুট ওসবি সব পক্ষের প্রতি আরো আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ একটি সমাধান বের করতে। সহিংসতায় আক্রান্ত সব মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। অপরদিকে, রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর নতুন করে সংঘর্ষের ঘটনা শূন্য রেখায় থাকা হাজার হাজার রোহিঙ্গা মুসলিমদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। মিয়ানমারের এই প্রদেশে বৌদ্ধ বিদ্রোহীদের সঙ্গে লড়াই তীব্র আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানের মুখে প্রায় সাত লাখ ৩০ হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম পালিয়ে এসেছে। এই রোহিঙ্গাদের অধিকাংশই প্রতিবেশি বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে অনেকেই এখনো দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন; যারা রাখাইনে ফিরতে চান না। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলের রাখাইনের অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মির সদস্যরা। রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে বিপদে পড়েছেন সীমান্তে অবস্থানকারী রোহিঙ্গারা। এক রোহিঙ্গা নেতা বলেন, মিয়ানমারের ভেতরে সরকারি সৈন্যদের সঙ্গে আরাকান আর্মির প্রচন্ড লড়াই চলছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রত্যেকদিন বন্দুকযুদ্ধে ঘটনা ঘটছে। আর এতে আতঙ্ক তৈরি হয়েছে। আলজাজিরা, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ