বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোর্ডের সব সদস্য উপস্থিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গতকাল মঙ্গলবারের বোর্ডসভা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত এ বোর্ডসভার জন্য ১৪টি এজেন্ডা নির্ধারণ করা ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো নতুন ব্যাংকের অনুমোদন এবং ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বোর্ডের দুইজন সদস্য উপস্থিত না থাকায় বোর্ডসভা স্থগিত করা হয়। এর ফলে নতুন ব্যাংকের অনুমোদনও পিছিয়ে গেলো। অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বোর্ডসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একইভাবে পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বোর্ডসভা পর্যন্ত।
এর আগে গত ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নতুন এই ব্যাংকটির অনুমোদনের ব্যাপারে ওই দিন বোর্ডের সব সদস্যই রাজি হন। তবে ব্যাংকটির লাইসেন্স পেতে গতকালের বোর্ড সভার কাছ থেকে ‘লেটার অব ইনটেন্ট’ নেওয়ার কথা ছিল।
ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিনটি ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সর্বশেষ গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। তবে এখনও কোনও কার্যক্রম শুরু করেনি এটি।
উল্লেখ্য, বেঙ্গল ব্যাংকের প্রধান উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। পিপলস ব্যাংকের উদ্যোক্তা চট্টগ্রামের স›দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।