Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের মানবিকতার গল্প- মা-মেয়ের জীবন রক্ষা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

রাতের অন্ধকারে ফুটপাতে সন্তান প্রসব করেন এক নারী। মায়ের নাড়িতে আবদ্ধ শিশুটি তখন কাঁদছিল। মানসিক ভারসাম্যহীন মা মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে এগিয়ে যান কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। দ্রæত দু’জনকে তুলে ছোটেন আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে।

সেখানে চিকিৎসকদের পরিচর্যায় এখন পুরোপুরি সুস্থ মা রোজিনা (৩৫) ও নবজাতক। চিকিৎসকরা বলছেন, দ্রæত হাসপাতালে না নেয়া হলে নবজাতককে বাঁচানো কঠিন হয়ে যেত। কারণ তার নাকে-মুখে ততক্ষণে ময়লা-আবর্জনা ঢুকে গেছে। একজন পুলিশ কর্মকর্তার মানবিক আচরণে মা-মেয়ের জীবন বাঁচলো। ছিন্নমূল রোজিনা আগ্রাবাদ এলাকার ফুটপাতে বসবাস করে।

এস আই মাসুদুর রহমান ডবলমুরিং থানার দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ। তিনি বলেন, ওই অবস্থায় নবজাতক ও তার মাকে দেখে তিনি দ্রæত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একজন প্রতিবন্ধী মায়ের কঠিন দুঃসময়ে সাহায্য করতে পেরে তিনি খুশি।


বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে একটি জমির বীজ তলায় এ ঘটনা ঘটেছে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলী আজম সরদার বাবরগাতী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. বকুল হোসেন বলেন, ওই গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের মধ্যে ধানবীজ ইঁদুরের কবল থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার খুব ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ