Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্্ধে ভারতজুড়ে সহিংসতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ন্যূনতম মজুরির বেসরকারিকরণের প্রতিবাদসহ একাধিক ইস্যুতে ১৮টি বাম সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার ভারত বন্্ধে ভারতজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা, কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ অধিকাংশ রাজ্যেই। মিশ্র প্রভাব পড়েছে উত্তরপ্রদেশ এবং মুম্বাইতে। পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল এবং হুগলি জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে। আসানসোলে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম শ্রমিকরা সহিংসতায় জড়িয়ে পড়লে পুলিশ তাদের লাঠিচার্জ করতে বাধ্য হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার সরকার যে কোন ধরনের বন্্ধের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা কোন ধরনের বন্্ধে সমর্থন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথেষ্ট হয়েছে। গত ৩৪ বছরে তারা (বামদল) বন্্ধের নামে রাজ্য ধ্বংস করেছে। আর কোন বন্্ধ হবে না। কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে বারাসাতে একটি স্কুলবাস ভাঙচুর করা হয়েছে। সে সময় বাসটিতে দু’জন শিক্ষার্থী ছিল। তবে সৌভাগ্যবশত তাদের কোন ক্ষতি হয়নি। এছাড়া আসানসোল এবং হুগলিতেও বাস ভাঙচুর করা হয়েছে। অপরদিকে জাদবপুর, সোদেপুর, রিসরা এবং উত্তরপারায় ট্রেন সেবা ব্যহত হচ্ছে। প্রতিবেশী ওড়িষ্যার ভুবনেশ্বরে শ্রমকল্যাণ সমিতি সিটিইউ বিক্ষোভে অংশ নিয়েছেন এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। কেরালার বিভিন্ন অংশেও ট্রেন সেবা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে দেশজুড়ে দু’দিনের সাধারণ ধর্মঘট ডেকেছে বাম সমর্থিত ১৮টি শ্রমিক সংগঠন। সোমবার মধ্যরাত থেকেই কেরালা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বনধের প্রভাব পড়তে শুরু করে। মহীশূরের স্কুল-কলেজগুলোতে সোমবারই ছুটি ঘোষণা করা হয়। একই চিত্র দেখা গেছে ওড়িষ্যাতেও। সেখানেও মঙ্গলবার বন্ধ স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ