রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, মানুষ ভোট দিতে পারেনি। এমনকি ইভিএম -এ ও ব্যাপকভাবে অনিয়মের ঘটনা ঘটেছে। জনগণকে জিম্মি করে, প্রশাসনকে ব্যবহার করে একচেটিয়া নির্বাচন- এভাবে দেশ চলতে পারেনা। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্ট মনোনীত ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজমের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নির্বাচনী প্রধান এজেন্ট নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে এবং যুবনেতা মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ড. সৈয়দ জালাল উদ্দিন আযহারী। বক্তব্য রাখেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।