Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা মুসলমানদের ওপর রাখাইনে ফের সেনা অভিযান শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ১২:০২ পিএম

মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারও হামলা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর তাদের সেনারা পুনরায় সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।

মিয়ানমারের কর্তৃপক্ষ বলছে, রাখাইনে গত সপ্তাহে চার পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এই সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল সোমবার মিয়ানমার সরকারের নেত্রী অং সান সু চি ওই বিষয় নিয়ে সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয়ে জানিয়েছেন, বিদ্রোহীদের দমন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে সু চি’র প্রশাসন।
হতয়ে বলেন, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সেনাপ্রধান মিন অং হ্লেইং, তার উপপ্রধান এবং সেনা গোয়েন্দাপ্রধানসহ সামরিক নেতাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক আলোচনার জন্য বৈঠক করেছেন।
রাজধানী নেইপিদোয় এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র হতয়ে আরও বলেন, প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামরিক বাহিনীকে সন্ত্রাসীদের দমন করার জন্য অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গোলযোগপূর্ণ রাখাইনে আরাকান আর্মির সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এরপরই মিয়ানমার কর্তৃপক্ষ এমন ঘোষণা দিল।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ও মানবাধিকার সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন অভিযানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাগুলো মিয়ানমার সরকারের প্রতি ওই দমন অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সূত্র : এএফপি।



 

Show all comments
  • jack ali ৮ জানুয়ারি, ২০১৯, ৩:০৬ পিএম says : 0
    destroy enemy of Islam-----Allah so called muslims are busy collecting and sequring their power and worldly things and ignoring the plight of us----Oh Allah Teach them a serious lesson??????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ