Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাজাহান খান বাদ! ফেসবুকে স্বস্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আগের মন্ত্রিসভার নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। নতুন মন্ত্রিসভায় নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। মন্ত্রণালয়টিতে পূর্ণ মন্ত্রী হিসেবে কাউকে রাখা হয়নি। নতুন মন্ত্রিসভায় শাজাহান খানের নাম না থাকায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
গত ২৯ জুলাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখে সংবাদ সংম্মেলনে বক্তব্য রেখে ব্যাপক সমালোচিত হন শাজাহান খান। ওই সময় দেশজুড়ে হওয়া সড়ক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ। তারও আগে দুই বাসের চাপায় প্রথমে হাত হারানো এবং পরে রোজিনা আক্তারের মৃত্যুর পর দায়ী গণপরিবহন শ্রমিকদের শাস্তি নিশ্চিতের পক্ষে অবস্থান না নেওয়ায় তিনি সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়েন। এছাড়া, সড়ক পরিবহন শ্রমিকরা বারবার ডাকা ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি পড়ে। তখন মন্ত্রিসভা থেকে শাজাহান খানের পদত্যাগের দাবি ওঠে।
গতকাল রোববার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর শাজাহান খান বাদ পড়ায় ফেসবুকে স্বস্তি প্রকাশ করে পোস্ট দিয়েছেন মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা।
এই প্রসঙ্গে কিছুটা সংশয় প্রকাশ করে মানবাধিকারকর্মী সৈয়দ সাইফুল আলম শোভন ফেসবুকে লিখেছেন, ‘পরিবহন শ্রমিকরা যদি ধর্মঘট করে, তাহলে কি শাজাহান খান তার মন্ত্রিত্ব ফেরত পাবেন?’
অনেকটা স্বস্তি প্রকাশ করে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি হোসেন সোহেল লিখেছেন, ‘এ যাত্রায় আর তার মুখ দেখতে হবে না।’
এদিকে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ প্রশ্ন- ‘শাজাহান খান বাদ। এবার কি পরিবহন ধর্মঘট হবে ফ্রাঞ্চ?’
নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন উন্নয়নকর্মী শাহানা হুদা অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এর মতো সুখ কোথাও কি আছে? শাজাহান খান বাদ পড়েছে। অভিনন্দন।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জানিসুর রহমান লিখেছেন, ‘শাজাহান খানশূন্য মন্ত্রিসভা, শুকরিয়া।’



 

Show all comments
  • Hassan Sarwar Chowdhury ৭ জানুয়ারি, ২০১৯, ১২:১৯ এএম says : 0
    Alhamdulillah. Yah Allah you are the Almighty. Please save the country from this ediot. Aameen.
    Total Reply(0) Reply
  • Rakibul Hasan ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৫ এএম says : 0
    এই জ্বলজ্বান্ত ভোট ডাকাত ও জাতির অধিকার হরণকারী , গুম খুনকারী নিপীড়ক স্বৈরাচার সরকারকে জনগণ কোনোদিন স্বীকৃতি দেবে না , মেনে নিবে না ! কখনোই বৈধতা দেবে না ! তাই সব মন্ত্রী ফন্ত্রী, সংসদ এগুলোর একফোঁটাও মূল্য নাই ! জনতাই শক্তি !!
    Total Reply(0) Reply
  • Adil Rosid ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৭ এএম says : 0
    ভোট চুরি করে মন্ত্রী। এদের কাছ থেকে আশা করা বোকামি। এরা চুরিই তো করবে জনগণের টাকা
    Total Reply(0) Reply
  • Reju Ghosh Rajib ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৭ এএম says : 0
    নৌমন্ত্রী বাদ পড়ায় জাতি অনেক খুশি
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৮ এএম says : 0
    ওবায়দুল কাদেরকেও বাদ দেয়া দরকার! শুুধু মন্ত্রি পদ থেকে নয়,সেক্রেটারী পদ থেকেও!
    Total Reply(0) Reply
  • M.A.H. Tofail Mahmud ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৮ এএম says : 0
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাদ। কি চমেতকার! কি চমেতকার!! কি চমেতকার!!!
    Total Reply(0) Reply
  • Amzad Hossen ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৮ এএম says : 0
    শাহজাহান খান বাদ পড়াতে খুব ভাল লাগলো
    Total Reply(0) Reply
  • Masud Parvez ৭ জানুয়ারি, ২০১৯, ১:০৯ এএম says : 0
    বাদ দেয়ার সিদ্ধান্তটা সদিচ্ছার হলে প্রশংসা-আর কোন রাজনৈতিক চাল হলে দুয়ো। তবে বাদ পরা দুই একটি মুখ আর নাম দেখে চমকে না উঠে পারিনি! এও সম্ভব?
    Total Reply(0) Reply
  • Md Nizam Uddin ৭ জানুয়ারি, ২০১৯, ১:১১ এএম says : 0
    নতুন চোর পুরাতন চোর সবাই একই মায়ের পেটের ভাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ