Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদের বয়স ১১৯!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

 আইপিএল-বিগ ব্যাশের স¤প্রচার যেমন ঝা চকচকে, নিত্য নতুন প্রযুক্তির সংযোজনে ভীষণ আকর্ষণীয়। বিপিএল সেখানে যোজন যোজন পিছিয়ে। বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের অংশগ্রহণে টুর্নামেন্টের চাকচিক্য যখন ক্রমেই বাড়ছে, স¤প্রচারের বিষয়টা ঠিক উল্টো।
এবার বিপিএলের প্রডাকশনের কাজটা করছে ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্ট। প্রথম দিনেই নানা ভুল-ভ্রান্তি আর নিম্ন মানের স¤প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ট্রল। সবচেয়ে বড় হাসাহাসিটা হয়েছে খালেদ আহমেদের বয়স নিয়ে। গ্রাফিক্সের ভুলে চিটাগং ভাইকিংস পেসারের বয়স দেখানো হয়েছে ‘১১৯’! গ্রাফিক্সের ভুলে স্কোরও দেখিয়েছে উল্টাপাল্টা। যেমন রাজশাহী কিংসের দরকার ৬৬ বলে ১৩৪, অথচ টিভিতে দেখানো হয়েছে ৬০ বলে দরকার ১৩৪! গ্রাফিক্সে ভুল যেন না হয়, স¤প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে সতর্ক করবেন বলে জানালেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বয়স

২০ মার্চ, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ