Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দশক কোমায় থেকেও সন্তান প্রসব!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ৮:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে প্রায় এক দশক যাবত কোমায় থাকলেও এক নারী সন্তান প্রসব করেছেন। তবে, তার গর্ভাবস্থা নিয়ে কোনো তথ্যই জানা ছিল না বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনার রাজধানী ফোয়েনিক্সের স্থানীয় হাসপাতাল হেসিয়েন্দা হেলথ কেয়ারে প্রায় এক দশক যাবত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেই নারী। পরে গত ২৯ ডিসেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। শনিবার রাজ্যের গভর্নরের পক্ষ থেকে বিষয়টিকে বিব্রতকর এবং জটিল সমস্যা বলেও আখ্যায়িত করা হয়।
হাসপাতাল কর্মকর্তাদের মতে, গত ২৯ ডিসেম্বর হঠাৎ কোমায় থাকা নারী কাঁদতে শুরু করলে একজন নার্স গিয়ে তাকে বাচ্চা প্রসব করতে দেখেন। বাচ্চাটি বর্তমানে বেশ স্বাস্থ্যবান এবং সুস্থ আছে। তবে পুত্র সন্তানটির বাবার সন্ধানে এখন ডিএনএ টেস্ট করা হবে।
উল্লেখ্য, কোমায় থাকা সেই নারীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণ করা হয়েছে নাকি তিনি হাসপাতালে ভর্তির আগেই ধর্ষণের শিকার হয়েছিলেন এবার সে বিষয়টি তদন্ত করে দেখছে রাজ্য পুলিশ। তবে সেই নারীর কোনো অভিভাবকের পরিচয় প্রতিবেদনে জানানো হয়নি।



 

Show all comments
  • jack ali ৬ জানুয়ারি, ২০১৯, ১০:৩৪ পিএম says : 0
    Wonder full Democracy----
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ