বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজানে নুরুল আলম (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে তুলে নিয়ে যাওয়ার একদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা দেড়টায় হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে লাশটি উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান-রাঙ্গুনীয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ, রাউজান থানার ২য় কর্র্মকতা নুর নবী, পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক মহসিন রেজা, নোয়াপাড়া পুলিশ ফাড়ীর উপ-পরিদর্শক শেখ জাবেদ মিয়া, মদুনাঘাট পুলিশ ফাড়ির উপ-পরির্দশক আব্দুুল করিম, শিকারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু বক্কর। তুলে নিয়ে যাওয়ার পর থেকে পরিবার দাবী করে আসছিল তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের উরকিরচর বাজারে নুরুলকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তুলে নেয়া হয়। নুরুল একই ইউনিয়নের হারপাড়া গ্রামের করম আলী হাজীর বাড়ীর সুলতান আহমদের পুত্র। তিনি ৩ বছর আগে আমিরাত থেকে চাকরী ছেড়ে দেশে ফিরে আসেন। এরপর একটি ট্রাক কিনে ভাড়া দিয়ে তাঁর আয় দিয়ে সংসার চালাতেন। তবে তাঁর দুই ছেলেও ওমান প্রবাসি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে শনিবার সকাল ৭ টার দিকে ঘর থেকে বের হয়ে উরকিরচর বাজারে যান নুরুল আলম। এসময় ৪/৫ জন দূর্বৃত্ত তাঁকে সড়কের উপর আটকিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। পরে মুমর্ষ অবস্থায় একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যান হামলাকারীরা। ইউপি সদস্য সেলিম বলেন ৬ মাস আগে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ আবু কে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হয়ে দুইমাস কারাগারে ছিলেন নুরুল আলম। কিছুদিন আগে তিনি জামিনে ছাড়া পেয়ে বাড়ীতে অবস্থান করছিলেন।
রাউজান থানার ওসি ওসি কেপায়েত উল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বাড়ীতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। আলমের ভাই আমিরাত প্রবাসি মুহাম্মদ আকরাম মুঠোফোনে বলেন পূর্ব শত্রুতার জেরে ভাইকে স্থানীয় কিছু যুবক কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য তুলে নিয়ে গেছে। তিনি প্রবাস থেকে ঘটনার বিচার দাবী করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।