মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গ্যাবল হাউস নামের একটি বৌলিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়ে বলেছে, তারা যেন গ্যাবল হাউস বৌলিংয়ের কাছে আপাতত না যান।
পুলিশের ভাষ্য, সংশ্লিষ্ট বৌলিং হাউসটি থেকে মধ্যরাতে ফোন করে জানানো হয়েছিল, সেখানে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
বন্দুকধারীর গুলিতে বৌলিং হাউসটিতে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর দুইজন নিজেরা নিজেদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন।
গত বছরের ৭ নভেম্বর এরকম আরও এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় ঘটনাস্থল ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বার, যেখানে কলেজ শিক্ষার্থীরাই মূলত যেতেন। সূত্র : দি গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।