Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি নিহত অন্তত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গ্যাবল হাউস নামের একটি বৌলিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়ে বলেছে, তারা যেন গ্যাবল হাউস বৌলিংয়ের কাছে আপাতত না যান।
পুলিশের ভাষ্য, সংশ্লিষ্ট বৌলিং হাউসটি থেকে মধ্যরাতে ফোন করে জানানো হয়েছিল, সেখানে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
বন্দুকধারীর গুলিতে বৌলিং হাউসটিতে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর দুইজন নিজেরা নিজেদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন।
গত বছরের ৭ নভেম্বর এরকম আরও এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় ঘটনাস্থল ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বার, যেখানে কলেজ শিক্ষার্থীরাই মূলত যেতেন। সূত্র : দি গার্ডিয়ান।



 

Show all comments
  • jack ali ৬ জানুয়ারি, ২০১৯, ১২:১৭ পিএম says : 0
    Wonderful by-product of Democracy@@@@@@@@
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ