Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি সঙ্কটে দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যানবাহন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ফেরি সঙ্কট ও অতিরিক্ত যানবাহনের চাপে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বিভিন্ন ধরনের শত শত যানবাহন। এতে করে আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এদিকে শুক্রবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী শাহজালাল নামের একটি রো রো (বড়) ফেরির সাইলেন্সারে অগ্নিকান্ড ঘটে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিরতিহীনভাবে চলাচল করায় রো রো ফেরি শাহজালালের সাইলেন্সারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রæত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে ফেরিটিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে বিশ্রামে রাখা হয়। এরপর আবার বিকেল ৫টা থেকে চলাচল শুরু করে ফেরিটি।
স্থানীয় রূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রামে আসা মানুষ গত বুধবার থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে একযোগে ফিরতে শুরু করেছে কর্মস্থলে। কিন্তু এ রুটের ৩টি ফেরি বিকল থাকায় এবং ড্রেজিং জনিত কারণে পাটুরিয়ার ৪ ও ৫ নং ঘাট দিয়ে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহন আটকে পড়ার ঘটনা ঘটছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে দুই সারিতে ৪ শতাধিক বিভিন্ন যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকেব। এছাড়াও দৌলতদিয়া ট্রাক টার্মিনালে আগের দিন রাত থেকে আটকে আছে আরো শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান।
মেহেরপুর থেকে পেঁয়াজ বোঝাই করে আসা ট্রাকের চালক হারুন মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়েছেন। শুক্রবার বিকেল গড়িয়ে গেলেও ফেরির নাগাল পাচ্ছি না। অথচ দালাল ধরে ট্রাফিক পুলিশের সহায়তায় রাতে অনেক গাড়ী সরাসরি ফেরিতে উঠে যায় বলে তিনি অভিযোগ করেন।
দৌলতদিয়া ঘাটে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার একশ’র ওপর সেনাবাহিনী ও বিজিবির গাড়ী অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী দায়িত্ব শেষে ঢাকায় ফিরছিল। এছাড়া নির্বাচন জনিত কারণে এলাকায় ফেরা অসংখ্য মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যে কারণে ঘাটে বাড়তি চাপে যানবাহন আটকা পড়ছে। অবৈধ সুবিধা দিয়ে কোন যানবাহন পার হচ্ছে না বলে তিনি দাবি করেন।
বিআইডবিøউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, রুটে ১৭টি ফেরির মধ্যে ৩ দিন ধরে ইউটিলিটি ফেরি মাধবীলতা ও ২ দিন ধরে রজনীগন্ধা নামের দুটি ফেরি বিকল হয়ে মেরামতে রয়েছে। এছাড়াও রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রায় ৪ মাস যাবৎ বিকল হয়ে আছে। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তবে বাড়তি যানবাহনের চাপ ও পাটুরিয়া ঘাট সমস্যার কারণে দৌলতদিয়ায় সিরিয়ালে কিছু যানবাহন আটকা পড়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানবাহন

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ