নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যায় ৫টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ঢাকার অলরাউন্ডার অধিনায়ক সাকিব আল হাসান ও ক্যারিবীয়ান মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের সামনে পড়ছেন রাজশাহীর তরুণ অলরাউন্ডার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে রাজশাহীর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হতে পারেন ম্যাচের তুরুপের তাস। কারণ তিনি রয়েছেন সেরা ফর্মে।
ঢাকার হয়ে মাঠ মাতাতে আছেন বড় বড় তারকারা। এদের ভিড়েও আলাদা করে নজর রাখতে হবে দলের অধিনায়ক সাকিবের দিকেই। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার শুধু বিপিএল নয়, নজড় কাড়েন আইপিএল কিংবা বিগ ব্যাশেও। বিপিএলের প্রথম দু’আসরের টুর্নামেন্ট সেরা তিনি। স¤প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড়ও সাকিবই। বিপিএলে এবার ঢাকা জয়ের ধারাবাহিকতায় থাকলে চাইলে সাকিবকেই জ্বলে উঠতে হবে সবার আগে। ভালো মানের স্থানীয় তারকাদের সঙ্গে বিদেশী মিশেলে এবার অসাধারণ এক দল গঠন করেছে ঢাকা। বাঁহাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে রয়েছেন ডানহাতি পেস বোলার অলরাউন্ডার ক্যারিবীয়ান মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। যার দখলে আছে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করার বিরল রেকর্ড। বিশ্বের সব টি-টোয়েন্টি লিগেই আন্দ্রে রাসেল এক মূর্তিমান আতঙ্কের নাম। বিপিএলের উদ্বোধনী দিনেই আজ রাসেল যদি নিজের খুনে মেজাজে আবির্ভূত হন তাহলে তার ব্যাটিং তান্ডবে জৌলুশ বাড়বে বিপিএলের।
অন্যদিকে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংসের মূল শক্তি স্থানীয় ক্রিকেটাররাই। দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নিঃসন্দেহে নিজের যোগ্যতা প্রমাণ করবেন তিনি। ম্যাচের তার মূল ট্রাম্প কার্ড হতে পারেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। সীমিত ওভারের ক্রিকেটে মাঝে কিছুদিন অফফর্মে থাকলেও অবশেষে নিজের ছন্দে ফিরেছেন সাতক্ষীরার তুরণ সৌম্য। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেখিয়েছেন নিজের আক্রমণাতœক ব্যাটিং। তাই বিপিএলে ভালো ফল করতে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে রাজশাহী। ব্যাটিংয়ে যদি রাজশাহীর বিজ্ঞাপন হন সৌম্য, তবে বোলিংয়ে নিঃসন্দেহে তুরুপের তাস কাটার মাস্টার মুস্তাাফিজুর রহমান। কাঁধের ইনজুরিতে আগের গতিতে বোলিং করতে না পারলেও নিজের সামর্থ্যরে পুরোটাই মাঠে ঢেলে দেয়ার চেষ্টা থাকে মুস্তাফিজের। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের নিজের সেরা ফর্ম দেখিয়েছেন তিনি। নির্বাচিত হয়েছেন আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। বিপিএল শুরুর দিন থেকেই মুস্তাফিজ জ্বলে উঠবেন, এমনটা প্রত্যাশা রাজশাহীর মালিক ও সমর্থকদের। তারা আশা করছেন ঢাকাকে কোনো ছাড়ই দেবেন না মিরাজ, সৌম্য, মুস্তাফিজরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।