বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অপহরণের আড়াই মাস পর সতীর্থ ডাকাতদের স্বীকারোক্তিতে উদ্ধার হয়েছে অপহৃত ডাকাত পারভেজের কঙ্কাল। শিবপুর থানা পুলিশ গতকাল বুধবার পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখ ক্ষেতের ভেতর থেকে এই নর কঙ্কাল উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার দড়িচর এলাকায় সুমন, রাসেল, সেলিম, জালাল ও বদুসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে শিবপুর ও পলাশসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। এই ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল নিহত পারভেজ। পুলিশের মতে তারা আন্তঃজেলা ডাকাত দলের সাথে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। অপহরণের পূর্বে ডাকাতির মালামালের ভাগভাটোয়ারা নিয়ে ডাকাত পারভেজের সাথে জালাল ও বদুসহ অন্যান্য ডাকাতদের দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে পারভেজের সতীর্থ ডাকাতরা তাকে অপহরণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (৭ অক্টোবর) তারা পারভেজকে অপহরণ করে। পরে তারা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য দড়িচর গ্রামের আখ ক্ষেতের ভেতর ফেলে রাখে। পারভেজ এর আত্মীয়রা তাকে কোথাও খুঁজে না পেয়ে এক মাস পর শিবপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ডাকাত সুমন(বাবু), রাসেল ও সেলিমকে গ্রেফতার করে। সুমন ওরফে বাবুর ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আমলাপাড়া থেকে পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে কুখ্যাত ডাকাত জালালকে আটক করে পুলিশ। পরে জালাল ও বদুর দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে পলাশ উপজেলার দড়িচর গ্রামের আখক্ষেত থেকে নিহত পারভেজের কঙ্কাল উদ্ধার করে। এ সময় পারভেজের আত্মীয়রা কঙ্কালের পাশে পড়ে থাকা জামা-কাপড়া দেখে কঙ্কালটি পারভেজের বলে শনাক্ত করে। চূড়ান্তভাবে আইনগত শনাক্তের জন্য পারভেজের কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।