মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্র মালিকানাধীন গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ও একটি সশস্ত্র বৌদ্ধ নৃতাত্তি¡ক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে আরাকান আর্মির সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়লে এখন পর্যন্ত আড়াই হাজার মানুষ ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের ক্ষুব্ধ নৃগোষ্ঠীগুলো আরও স্বায়ত্তশাসনের দাবিতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে স্থগিত শান্তি আলোচনা শুরু করতে মিয়ানমারের উত্তর ও দক্ষিণপূর্বাঞ্চলে চার মাসের যুদ্ধবিরতি ঘোষণা করে দেশটির সেনাবাহিনী। কিন্তু রাখাইনের পশ্চিমাঞ্চলকে এ যুদ্ধবিরতি থেকে বাদ দিলে সহিংসতার অবসানে মিয়ানমার সেনাবাহিনীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ২০১৭ সালের মার্চে রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। আর এখন সহিংসতা চলছে রাখাইন আর্মির বিরুদ্ধে। মিয়ানমারের সরকারি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সিত্তের নিকটবর্তী অঞ্চলে ছোট ও ভারী অস্ত্রসমৃদ্ধ ৩০ জনের একটি দল বর্ডার গার্ড পুলিশের ওপর হামলা চালালে এক পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা এ হামলার কথা অস্বীকার করেন। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের কথা জানিয়েছেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।