Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিবাগে ২ পোশাক শ্রমিক নিহত

থানায় মামলা, ঘাতক চালক কারাগারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর মালিবাগে বাসের চাপায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বাস চালক মো. জুনায়েদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুাননিকালে এ আসামির পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। এদিকে, গত মঙ্গলবার রাতেই ঘাতক চালক জুনায়েদকে আসামী করে নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ফারুক খান এসব বিষয় নিশ্চিত করেন। গত মঙ্গলবার দুপুরের দিকে সদরঘাট থেকে গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকা-জনতা ঘাতক চালককে আটক করে পুলিশে দেয়। 

থানা সূত্রে জানা গেছে, আদালতে পুলিশের আবেদনে বলা হয়Ñ আসামি জুনায়েদ ঢাকা মেট্টো-ব- ১১-৯৬১৩ এর চালক। সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মঙ্গলবার দুপুরে মালিবাগ চৌধুরীপাড়াস্থ আবুল হোটেলের সামনের রাস্তার পোশাক শ্রমিক নাহিদ পারভিন পলি (২০) ও মীম আক্তারকে (১৫) চাপা দেয়। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যহত রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে আবুল হোটেল সংলগ্ন রাস্তা পারাপারের সময় সুপ্রভাত বাসের নিচে চাপা পড়ে নিহত হন এমএস ফ্যাশন নামের একটি পোশাক তৈরি কারখানার ২ নারী শ্রমিক পলি ও মীম। প্রত্যক্ষদর্শীরা জানান, তুরাগ ও সুপ্রাত বাসের রেষারেষিতে চাপা পড়ে নিহত হয় তারা। এরপর গার্মেন্টস শ্রমিকরা এ ঘটনার বিচারের দাবিতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অর্ধশতাধিক বাসে ভাঙচুর ও দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ