Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রথম দেখাতেই সেরেনাকে হারালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

টেনিস কোর্টে নিজেদের বিভাগের দুজনই জীবন্ত কিংবদন্তি। দুজনই জিতেছেন ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড ¯ø্যাম। কিন্তু এতোদিন ধরে কখনো একে অপরের মুখোমুখি হননি রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। অবশেষে মুখোমুখি হলেন টেনিসের উন্মুক্ত যুগের সবচেয়ে বড় দুই তারকা। আর প্রথম দেখাতেই সেরেনার যুক্তরাষ্ট্রকে সরাসরি সেটে হারিয়ে দিয়েছে ফেদেরারের সুইজারল্যান্ড।
গতপরশু রাতে অস্ট্রেলিয়ার পার্থে হপম্যান কাপের মিশ্র দ্বৈতে রজার ফেদেরার-বেলিন্দা বেনচিচ জুটি সেরেনা উইলিয়ামস-ফ্রান্সেস টিয়াফো জুটিকে ৪-২, ৪-৩ (৪-৩) গেমে হারিয়ে রাউন্ড রবিনে এগিয়ে গিয়েছে আরও এক ধাপ। নিজেদের শেষ রাউন্ড রবিন ম্যাচে গ্রিসের মুখোমুখি হবে ফেদেরারের সুইজারল্যান্ড। অন্যদিকে সেরেনার যুক্তরাষ্ট্র খেলবে গ্রেট ব্রিটেনের বিপক্ষে।
ক্যারিয়ারের একদম শেষ দিকে এসে দুই কিংবদন্তির কোর্টে দেখা হওয়াটা লড়াইয়ের চেয়েও বেশি ছিলো উৎসবমুখর। ম্যাচ শেষে তাই হেরেও হাসির ঝিলিক সেরেনার মুখে, ‘এটা দারুণ অভিজ্ঞতা। আমার খারাপ লাগছে যে ম্যাচটা শেষ হয়ে গেল। ক্যারিয়ারের শেষ দিকে এসে এমন ম্যাচ খেলা সত্যিই আনন্দদায়ক। ফেদেরার অসাধারণ মানুষ। সর্বকালের সেরা খেলোয়াড়। তার সেরা হওয়ার পেছনে অন্যতম একটি কারণ তার মরণঘাতী সার্ভগুলো। এতদিন শুধু দেখেছি, আজ টেরও পেয়েছি যে সার্ভগুলো কতটা বিধ্বংসী। পরে কখনো হয়তো তার কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নেবো।’ ম্যাচটি যে দারুন উপভোগ্য ছিল সেটির প্রমাণ মিলেছে ফেদেরারের কথাতেও, ‘এটা দারুণ মজার ছিল। সেরেনার বিপক্ষে খেলা খুব উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানেরও ছিলো। আমি শুরুর দিকে বেশ নার্ভাস ছিলাম কারণ তার সার্ভের ব্যাপারে অনেকেই অনেক প্রশংসা করে। এখন বুঝতে পারলাম কেউ একটুও বাড়িয়ে বলে না। সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ