ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে নিজারুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিজারুল ইসলাম (৩৫) উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মেদনিসাগর গ্রামের আলী হোসেনের ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুজ্জামান জানান, গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশ উদ্ধারর করা হয়েছে। লাশটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য বের করা হবে।
গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, নিহত নিজারুল তার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কারও সঙ্গে হয়ত ভারতে গরু আনার জন্য গিয়েছিলেন তিনি। ভারতের বিএসএফ সদস্যরা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের ভেতরে ফেলে রেখে যেতে পারে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বুধবার জানান, এটি বিএসএফের ঘটানো হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত করতে পারেননি। তবে বিএসএফের হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমরা বুঝতে পারি। কিন্তু এটি সুনিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। এটি নিজেদের মধ্যে মারামারির কারণে ঘটতে পারে। অথবা কেউ হত্যা করে সীমান্ত এলাকায় লাশ ফেলে রাখতে পারে।
তাছাড়া বিজিবি ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।