বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন হিরন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হাসপাতালে আহত আমিনুল ইসলাম বলেন ঘটনার দিন বিকেলে দক্ষিন হিরন ঈদ গাঁ মাঠে আমরা হাজী সাকেনের ছেলে সফিক শেখদের সাথে ব্যাটমিন্টন খেলছিলাম এ সময় সফিক বেয়াদবী করলে তার বাবার কাছে বিচার দেই কিন্তু সে বিষয়টি আপোষ না করে তার লোকজন নিয়ে আরও উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে হিরন গ্রামের আজিজুল শেখের ছেলে সফিক শেখ (৫০), গিয়াস উদ্দিন শেখের ছেলে আমিনুল ইসলাম (২৮), আকবার হোসেন শেখের ছেলে হাবিব শেখ (২৮) সহ ৫জন কে গুরুতর আহত করে। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে সফিক শেখ মৃত্যুবরণ করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান- হিরন গ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় ১ জন নিহত ও কয়েক জন আহত হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।