বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-পুলিশের কড়াকড়ির মধ্যেই চট্টগ্রামে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা হয়েছে। উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ছিল। আর এ কারণে হোটেল, রেস্তোরাঁ এবং গেস্ট হাউসগুলোতে নানা আয়োজন করা হয়। দুপুরের পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে তরুণদের ভিড় ছিল। সূর্যাস্তের আগেই তাদের সরিয়ে দেয়া হয়। পতেঙ্গা সমুদ্র সৈকতমুখী কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করা হয়।
সন্ধ্যা থেকে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বড় হোটেলগুলোর আশেপাশে বাড়ানো হয়েছে পুলিশ ও র্যাবের টহল। নগর পুলিশের পক্ষ থেকে আউটডোর বা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত সকল বার বন্ধের কথা বলা হয়েছে। পতেঙ্গা সৈকত, পারকি সৈকত, কর্ণফুলী শাহ আমানত সেতু, স্বাধীনতা পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।