মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরোত্তর অবনতির জন্য এ বার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দল নেতা অখিলেশ সিংহ যাদব। সমাজবাদী পার্টির নেতার কথায়, ‘মুখ্যমন্ত্রীই বলছেন গুলি চালাও। এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। পুলিশকর্মীরা খুন হলে তদন্ত বা অপরাধীদের দ্রুত গ্রেফতার না করে বলছেন, সেই ঘটনা রাজনৈতিক চক্রান্ত।’
এক মাসের মধ্যে উত্তরপ্রদেশে জনতার হাতে পুলিশকর্মী খুনের দু’টি ঘটনা ঘটেছে। একটি বুলন্দশহরে। অন্যটি গাজিপুরে। বুলন্দশহরে খোলা জায়গায় গোমাংস পড়ে থাকার ঘটনায় গত ৩ ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পুলিশ অফিসার সুবোধ কুমার সিংহকে। আর গাজিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী সুরেশ বৎস ফেরার পথে খুন হন। ওই ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছেন।
অখিলেশ বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর আগে এতটা বেহাল হয়নি কখনও।’ কেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর বেহাল হয়ে পড়ছে, তা বোঝাতে গিয়ে অখিলেশ বলেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই বলছেন ‘থোক দো’ (গুলি চালাও)। তার ওই নির্দেশের জন্যই মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।