Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাকিবের পর এ বছর আলোচিত নায়ক সিয়াম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যেও এ বছর চলচ্চিত্রে নায়কদের মধ্যে মন্দের ভালো হয়ে ছিলেন শাকিব খান। যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে ব্যবসা সফল হওয়ার দিক থেকে তার সিনেমাই বেশি। এ বছর তার অভিনীত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে ৫ টি দেশের এবং ৩টি কলকাতার, যা পরে আমদানি করে মুক্তি দেয়া হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবী, আমি নেতা হবো, চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্য পায়। শাকিবের অভিনীত কলকাতার তিন সিনেমার মধ্যে চালবাজ, ভাইজান এলো রে সিনেমা দুটি কিছুটা ব্যবসা করে। এর বাইরে বাকি সিনেমাগুলো দিয়ে শাকিব খান দর্শক মন ভরাতে পারেননি। কলকাতার সিনেমায় কাজ করা নিয়ে তার যথেষ্ট সমালোচনাও হয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচিত হয়েছেন। বছরের শেষে এসে বিজ্ঞাপনে কাজ করে নতুনভাবে আলোচিত হন। নতুন নায়কদের মধ্যে টিভি অভিনয় থেকে চলচ্চিত্রে এসে সাড়া জাগান সিয়াম। পোড়ামন ২ সিনেমার মাধ্যমে বেশ দর্শকপ্রিয়তা পান। সিনেমাটি ব্যবসাসফল হয়। তার দ্বিতীয় সিনেমা দহন-এর মাধ্যমেও সাড়া ফেলেন। দর্শকদের প্রশংসা লাভ করেন। সমালোকদের মতে, ধারাবাহিকতা বজায় থাকলে সিয়াম হতে পারবেন আগামীর তারকা। ২০১৮ সালের আলোচিত সিনেমা দেবী। হূমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি বেশ আলোচিত হয়। এতে মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করে আবারো আলোচনায় আসেন। চলচ্চিত্রে আরিফিন শুভর যখন আগমন ঘটে তখন তাকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় নায়ক হিসেবে ধরা হয়। শাকিব পরবর্তী নায়কদের মধ্যে শুভকে এগিয়ে রাখেন নির্মাতারা। তবে এ বছর তিনি তেমন কোনো সাফল্য পাননি। তার অভিনীত ভালো থেকো এবং একটি সিনেমার গল্প এই দুইটি সিনেমা মুক্তি পেলেও দর্শক মনে কিংবা বক্স অফিসেও জায়গা করতে পারেনি। দুই সিনেমাই ব্যবসায়িক বিপর্যয়ে পড়ে। তারপরেও শুভ ছিলেন আলোচনায়। নায়ক সাইমন সাদিক অভিনীত এবছর মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি জান্নাত অন্যটি মাতাল। এরমধ্যে জান্নাত দিয়ে সাইমন প্রশংসিত হন। সিনেমাটি এ বছরের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে। চিত্রনায়ক ফেরদৌস অভিনীত তিনটি সিনেমা এ বছর মুক্তি পায়। পুত্র, মেঘকন্যা, পোস্ট মাস্টার-৭১ নামের সিনেমাগুলো রাজধানীর বাইরের প্রেক্ষাগৃহে চলেনি। এছাড়া গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন ইয়াশ রোহান। তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়ক

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ