প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯৫১ সালে যেদিন কোলারে রকির (যশ) জন্ম হয় সেদিনই সেই অঞ্চলে আরেকটি বড় ঘটনা ঘটে। কোলার গোল্ড মাইন এলাকায় সেদিনই স্বর্ণ আবিষ্কৃত হয়। অসুখে ভুগে রকির দরিদ্র মায়ের মৃত্যু হয়। মৃত্যুর আগে মা তাকে বলে যায় বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হতে। বর্তমান সময়ে রকি ভারতের সবচেয়ে বড় ওয়ান্টেড অপরাধী। এক সাংবাদিক রকির জীবনী নিয়ে একটি বই লিখেছে, সরকার অবশ্য সেই বই নিষিদ্ধ করেছে আর প্রকাশিতগুলো জব্দ করেছে। অন্য এক সাংবাদিক এরই একটি আধপোড়া বই খুঁজে পেয়েছে। এই বই থেকে জানা যায় মায়ের স্বপ্ন পূরণ করতে একজন মানুষ কিভাবে মুম্বাই আসে এবং সেখানে এসে রীনার (শ্রীনিধি শেট্টি) প্রেমে পড়ে আর তার মাফিয়া পরিবারের সঙ্গে পরিচিত হয়। সেই থেকে তাদের সাহায্য নিয়ে সে নিজেই হয়ে ওঠে এক মাফিয়া বস এবং সে হয়ে ওঠে কোলার গোল্ড ফিল্ডসের (কেজিএফ) অলিখিত শাসক।
বলিউড শীর্ষ পাঁচ
১ জিরো
২ কে জি এফ - চ্যাপ্টার ওয়ান
৩ কেদারনাথ
৪ ২.০
৫ ভাইয়াজি সুপারহিট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।