Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকে ঘিরে সীমান্তে ভারতের নিরাপত্তা জোরদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৮:০২ পিএম

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করেছে ভারত। ইতোমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসামের সব সীমান্ত ও স্থলবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। আগামী দুইদিন অর্থাৎ রোববার ও সোমবার দু’দেশের স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যও বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সব নদীসীমান্ত কড়া নজরদারির আওতায় এনেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডকে সতর্ক করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক নদীপথে চলছে বিশেষ নজরদারি।
ত্রিপুরার আখাউরা, মেঘালয়ের ডাউকি, আসামের করিমগঞ্জ, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ির ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের হিলি, উত্তর ২৪ পরগণার বনগাঁ ও ঘোজাডাঙা সীমান্তে বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন, নদীয়া জেলার গেদে, মালদহের হব্বিবপুরে বিএসএফের টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশে নির্বাচন চলাকালীন সহিংস কর্মকাণ্ড ঘটানোর পর যেন কেউ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে দেশটির সরকার।
ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্ত অঞ্চল দিয়ে চলাচলকারী মানুষ ও গাড়িতে তল্লাশি চালানোরও নির্দেশ দিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ