Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভারতে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে অত্যাচার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৮:০১ পিএম

আবারো ভয়াবহ যৌন অত্যাচারের সাক্ষী হলো ভারত। শুক্রবার দিল্লির একটি আবাসিক হোমে দীর্ঘদিন ধরে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে মেয়েদের উপর অত্যাচারের সংবাদ প্রকাশ্যে এনেছে দিল্লির কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ)। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির দ্বারকা এলাকায় অবস্থিত ওই হোমের একাধিক কিশোরীর অভিযোগ, ওই নারীকর্মী মেয়েদের গোপনাঙ্গে জোর করে মরিচের গুঁড়ো ঢুকিয়ে দিতো শাস্তি হিসেবে। ওই হোমে পর্যাপ্ত কর্মী না থাকায় মেয়েদের দিয়েই জামাকাপড় ধোঁয়া, বাসন মাজানো, ঘর ও বাথরুম পরিষ্কারও করানো হতো।
কিশোরীরা অভিযোগ করেছে, ঘর পরিষ্কার না করলে তাদের স্কেল দিয়ে পেটানো হয়েছে। গ্রীষ্ম ও শীতকালীন ছুটির দিনগুলোতে তাদের বাড়ি যেতেও অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে ডিসিডব্লিউ সংস্থাটি জানিয়েছে, শিশুদের প্রতি যে কোনো ধরনের অসম্মানমূলক আচরণের গুরুতর এবং যথাযোগ্য শাস্তি দেয়া হবে। তাদের এক বিবৃতিতে বলা হয়, ২২টি মেয়ের রান্না করার লোক ছিল মাত্র একজন এবং খাবারের মানও ছিল খুব খারাপ।
ডিসিডব্লিউডির প্রধান স্বাতী মালিওয়াল অবিলম্বে দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনারকে খবর দেন। তিনি সিনিয়র অফিসারদের একটি দল ওই হোমে পাঠিয়ে শিশু ও কিশোরীদের বিবৃতি রেকর্ড করেন। ওই নারী কর্মচারীর বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দেয়া হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিসিডব্লিউড কাউন্সিলরদের পাশাপাশি পুলিশের একটি দলকেও ওই বাড়িতে ২৪ ঘণ্টা নজরদারীর জন্য রাখা হয়েছে।



 

Show all comments
  • Shahinur islam ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:২৩ পিএম says : 0
    Ottacar kora tik na.kostopa.tara manos.ottacarider sasti den.
    Total Reply(0) Reply
  • Al Amin sazib ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ পিএম says : 0
    অত্যাচারীরা সবসময় নিজেদের নির্দোষ প্রমাণ করতে চায়,কিন্তু তাদেরকে শাস্তি দিতেই হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ