Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোর বাড়িতে আগুন লেগে ৭ শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৫০ পিএম

মেক্সিকো সিটির উপকণ্ঠের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাত শিশু। দেশটির প্রসিকিউটর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
বিবৃতিতে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় সকালে ইজতাপালাপা উপকণ্ঠে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুইটি শিশু কিছুটা বড় আর বাকি পাঁচজনই অনেক ছোট।
এ দিকে উদ্ধার কর্মকর্তাদের মতে, ঘটনার সময় শিশুদের বাবা-মা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করছিলেন। যখন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন শিশুরা বাবা-মা ছাড়াই বাড়িতে তালাবন্ধ অবস্থাতে ছিল।
উদ্ধার কর্মীদের ধারণা, দেশটিতে ঘর-বাড়ি গরম রাখার জন্য প্রায়ই কাঠকয়লা দিয়ে আগুন ধরানো হয়। মূলত তা থেকে অথবা ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগে বিস্ফোরণের কারণে এমন ঘটনা ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ