মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আরও কড়া হল শিশুদের যৌন নিগ্রহ প্রতিরোধী আইন। শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় এ বার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যদণ্ড। সংশ্লিষ্ট আইনে মৃত্যুদণ্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। অপরাধ গুরুতর হলে এ বার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যাবে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, ‘যৌন নিগ্রহের হাত থেকে আমাদের শিশুদের রক্ষা করতে হবে। তাই যৌন নিগ্রহ থেকে শিশুদের নিরাপত্তা আইন (পকসো) সংশোধন করা হয়েছে। সেই সংশোধনীর প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে।’
২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পর চালু হয় এই আইন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশে শিশুর (১৮ বছর বয়সের কম) সংখ্যা ৪৭ কোটি ২০ লক্ষ। তার মধ্যে কন্যা শিশুর সংখ্যা ২২ কোটি ৫০ লক্ষ। জাতিসংঘের শিশু অধিকার রক্ষা সম্মেলনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারতে ওই আইন আরও কঠোর হোক, এমন দাবি ছিল বহু দিনের। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।