Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতকোটি টাকার ট্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

শেষমেশ ভারতের দ্রুততম ট্রেনের তকমা পেল ট্রেন ১৮। ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে দৌড়ে সরকারিভাবে দেশের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন হল ট্রেন ১৮। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে এই খবর জানান। ট্রেন ১৮ তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। এই ট্রেনটিকে শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।
শুধু গতি নয়, ট্রেনের পরতে পরতে আছে চমক। আধুনিক বিশ্বের যে কোনও দেশে ট্রেনে যাত্রীরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা এখানেও পাবেন। বসার আসন থেকে শুরু করে সর্বত্র আছে আধুনিকতার ছোঁয়া। তাছাড়া দর্শকদের তথ্যও রাখা থাকবে। এর পাশাপাশি বায়ো টয়লেটও থাকবে ট্রেন ১৮-এ।
ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন অনুকূল পরিস্থিতিতে ঘণ্টায় ২০০ কিমিরও বেশি জোরে ছুটতে পারে বলে জানা গেছে। ট্রেনে দুটি এগজিকিউটিভ কোচ থাকছে। তাতে ৫২টি করে আসন থাকবে। অন্য কোচের আসন সংখ্যা ৭৮। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ