মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের কাছ থেকে ন্যায়বিচার আশা করা উচিত না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। আর তাই নিরাপত্তা পরিষদে একচ্ছত্র আধিপত্য করা পাঁচ সদস্যের সঙ্গে মুসলিমদের প্রতিনিধি চান তিনি। খবর আনাদোলু এজেন্সি।
বুধবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলোজিক্যাল কাউন্সিল অব তুর্কি এবং তুর্কিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘ন্যায়বিচারসহ অন্য কোনোকিছুই আমি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছ থেকে আশা করি না। এমন কোনোকিছু সেখানে খোঁজ করবেন, কেননা সেখানে এমন কিছুই নেই।’ তিনি আরও বলেন, ‘মুসলিমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের নিজেদের বিভিন্ন বিষয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পায় না। মুসলিমদেরকে কোনো প্রকার সুযোগ দেয়া হয় না সেখানে। মুসলিম বিশ্বে কমপক্ষে ১৭০ কোটি মানুষ আছে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের কোনো প্রতিনিধি নেই। এটা দেখলেই সব বোঝা যায়।’
আর এসব কারণেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তাইতো তিনি নিরাপত্তা পরিষদের ক্ষমতাধর ৫ দেশের সমালোচনা করেন। আর জাতিসংঘের এই সংস্কার প্রক্রিয়ায় তার স্লোগান হল, ‘দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যান ফাইভ’ অর্থাৎ এই পৃথিবী ওই পাঁচ দেশের চেয়ে বড়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায় সদস্য হল- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।