Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন হেফাজতে আবারও অভিবাসী শিশুর মৃত্যু!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৪:০৮ পিএম

যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে (কাস্টডি) আরেক অভিবাসন প্রত্যাশী শিশুর মৃত্যু হয়েছে। আট বছর বয়সী সেই শিশুটি গুয়েতেমালার অধিবাসী। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
শিশু মৃত্যুর বিষয়ে টেক্সাসের একজন কংগ্রেস ম্যান বলেন, ‘মার্কিন সরকারের হেফাজতে প্রাণ হারানো সেই শিশুর নাম অ্যালোঞ্জো গোমেজ।’
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে যেসব অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তাদের প্রত্যেক শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার পর মার্কিন সরকারের হেফাজতে আটকে রাখা হচ্ছে।
চলতি মাসে আটক অভিবাসী শিশুদের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে যে শিশুটির মৃত্যু হয়েছিল তার নাম জ্যাকেলিন ক্যাল। ৭ বছর বয়সী সেই শিশুটিও গুয়েতেমালার অধিবাসী।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এক বিরূপ সিদ্ধান্তের ফলে অভিবাসন প্রত্যাশী এসব শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন, আটকসহ তাদের ওপর চালানো নির্যাতনের জন্য দীর্ঘদিন যাবত বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে আসছে।



 

Show all comments
  • jack ali ২৬ ডিসেম্বর, ২০১৮, ৪:২২ পিএম says : 0
    +++++ Result of Wonderful Democracy-------
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ