গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কদমতলীর শনিআখড়ায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে শনিআখড়ার জিয়া স্মরণি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও বাশার (৩২)। এদের মধ্যে বাশার ট্রাকের শ্রমিক ও হারুর অর রশিদ ইটের মালিক।
গুরুতর আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক হাবিব জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে রাস্তার পাশের ইট বোঝাই ওই ট্রাকটিকে ধাক্কা দিলে টাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। এতে ঘটনাস্থলেই হারুন অর রশিদ মারা যান। পরে আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি আব্দুল জলিল বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বাশারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। আর হারুন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।