মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামের ডিব্রুগড়ের দ্বিতল বোগিবিল সেতু গতকাল উদ্বোধন করেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫,৯২০ কোটি খরচ করে তৈরি ৪ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এই সেতু আসামের ডিব্রুগড় জেলা থেকে যাবে অরুণাচল প্রদেশের ধেমাজি জেলা। বোগিবিল সেতু দেশের দীর্ঘতম রেলসেতু। দ্বিতল এই সেতুর নীচের তলে দুটি রেললাইন রয়েছে। উপর তলে তিন লেনের রাস্তা বানানো। এই সেতুর ফলে উত্তর-পূর্বের যান পরিবহন ব্যাপক মসৃণ হবে বলে আশা করা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদের উপর তৈরি এই সেতুর ওপর দিয়ে সেনা ট্যাংকও চলাচল করতে পারবে। ফলে প্রয়োজনে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্ত পর্যন্ত পৌঁছতে সময়ও কম লাগবে। যার জেরে উত্তর-পূর্বের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বোগিবিল সেতু।
১৯৯৭ সালে বোগিবিল সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। সমীক্ষা ও মাপ নিতে নিতে পাঁচ বছর কেটে যায়। এরপর রেলের তরফে সম্মতি দিলে, ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। গতকাল মঙ্গলবার প্রয়াত বাজপেয়ীর জন্মদিনেই সেই সেতুর উদ্বোধন করে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ২টা নাগাদ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দেশের চর্চার কেন্দ্র বোগিবিল সেতু নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সময়ই সেতু লাগোয়া এলাকায় ভিড় জমাতে দেখাতে যায় বহু মানুষকে।
নির্মাণশৈলী ও প্রযুক্তিতে অভিনব বোগিবিল সেতু। স্থাপত্য ও নির্মাণ শিল্পের এক অনন্য নজির বলা হচ্ছে এই সেতুকে। অতিবৃষ্টি ও ভূকম্পণপ্রবণ এলাকা হওয়ায় এই সেতু বানানো চ্যালেঞ্জ ছিল। তবে সেটিই করে দেখিয়েছে বোগিবিল। প্রসঙ্গত, এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম এই সেতু তৈরিতে ৩৫,৪০০ টন স্টিলের জোগান দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এসএআইএল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।