Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লম্বা চুল নিয়ে গিনেসে নাম গুজরাটের র্যাপুনজেল নীলাংশীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৫:৪৯ পিএম

দশ বছর আগে পার্লারে চুল কাটাতে গিয়ে বিচ্ছিরি হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলেন এক বছর ছয়ের শিশু। খারাপ চুলকাটার ঘটনায় বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলই কাটবেন না আর। সেই শিশু এখন বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী হিসেবে গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছেন। গুজরাটের বাসিন্দা নীলাংশী প্যাটেল নামে ওই শিশুর বয়স িএখন ১৬। তার চুলের দৈর্ঘ্য শুনে বাস্তবিকই স্তম্ভিত হয়ে যেতে হয়। ৫ ফুট ৭ ইঞ্চি মাপের চুল নিয়ে নীলাংশী যেন রূপকথার র্যাপুনজেল!
নিলাংশী বলেন, ‘বিচ্ছিরিভাবে আমার চুল কেটেছিল সেবার। এতই রাগ আর বিরক্তি হয়েছিল যে আমি সিদ্ধান্ত নিই আর কখনই চুল কাটব না। তখন আমার বয়স ছিল মাত্র ৬। সেই থেকে দশ বছর পেরোল, চুল কাটিনি আমি।’
নীলাংশিকে তার বন্ধুরা ভালোবেসে র্যাপুনজেল বলেই ডাকেন। চুলের কীভাবে যত্ন নেন জানতে চাওয়া হলে তিনি জানান সপ্তাহে একবার শ্যাম্পু করেন তিনি। ‘আমার মা আমাকে চুল আচড়াতে আর বাঁধতে সাহায্য করে।’ জানান তিনি।
নীলাংশী জানান, ‘মানুষ মনে করেন যে আমার এত লম্বা চুল নিয়ে আমাকে নিশ্চয়ই অনেক সমস্যা পোহাতে হয়, কিন্তু আমার সত্যিই কোনও সমস্যা হয় না। আমি লম্বা চুল নিয়েই খেলাধুলাও করি, অন্য সব কাজও করি। আমার কোনও সমস্যাই হয় না। আমার চুল আমার জন্য লাকি চার্ম বলতে পারেন।’ তিনি বলেন ‘আমি স্টাইল করতে হলে লম্বা বিনুনি করি বা উঁচু করে খোঁপা বাঁধি। যখন আমি কোনও অনুষ্ঠানে যাই, বা যখন আমি টেবিল টেনিস খেলি, তখন আমি আমার চুলগুলো মাথায় উঁচু করে খোঁপা করে নিই যাতে সমস্যা না হয়, আমার কাজের পক্ষে আরামদায়ক হয় তা।’ সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ