Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু নিয়ে এবার দুর্গাপুরে সংঘর্ষ, ৩ পুলিশ আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৯ পিএম

ভারতের বুলন্দশহরে গোহত্যার জেরে সংঘর্ষে পুলিশ নিহত হওয়ার রেশ না কাটতেই এবার গরু চুরির অভিযোগ কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিল দুর্গাপুর। রোববার সকালের এই বিক্ষোভ সামাল দিতে যেয়ে জনতার ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ কর্মী আহত হন।
পুলিশ জানায়, সূত্রপাত দুর্গাপুর থানার স্টিল হাউস এলাকার বাসিন্দারা দাবি করেন, একটি মিনি ট্রাক নিয়ে পাঁচ যুবক মাঠে চরতে থাকা দু’টি গরু চুরির চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা ওই পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করলে ভিড়ের সুযোগে তিন যুবক পালিয়ে যায়। বাকি দুই যুবককে গরু চোর সন্দেহে মারধর শুরু করে স্থানীয়রা। তারা ওই দুই যুবককে আটকে রাখেন গাড়ির মালিককে ফোন করে আনানোর জন্য। ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্গাপুর থানার পুলিশ দুই আটক অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা দিতে অস্বীকার করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের এলাকা থেকেও কয়েক দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এর আগে গরু চুরি নিয়ে বার বার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তারা দাবি করেন, যতক্ষণ না গাড়ির মালিক আসছেন তত ক্ষণ অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে না।
ওই টানাপড়েনের মধ্যেই পুলিশ লাঠি চার্জ করে ভিড়ের মধ্যে ঢুকে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ জনতার। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার করা হয় দুই আটক অভিযুক্তকে। তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, চোর সন্দেহে আটক দু’জনের নাম আমিরুল শেখ এবং আকাশ বাগ্দি। তাদের জেরা করে গলসির এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। অভিযুক্তদের দাবি ওই ব্যক্তিই তাদের পাঠিয়েছিল গরু নিয়ে যেতে। পুলিশ গলসির ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ