Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৭:০৪ পিএম

জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরের এক রেস্তোরাঁয় বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত পাঁচজন। পুলিশ সূত্রের বরাতে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, একটি অ্যাপার্টমেন্টের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত। রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় সেখানে এ বিস্ফোরণটি ঘটে। মূলত এতেই রেস্তোরাঁটিতে আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় অন্তত চার পুরুষ ও এক নারী আহত হয়েছেন।
এদিকে রেস্তোরাঁর ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁটি পুরোপুরি বন্ধ ছিল। অপরদিকে পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ