মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংস্কারবাদী সউদী প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।
রোববার রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানায় সউদীর রয়েল কোর্ট। তিনি আল-সউদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। কোটিপতি বিনিয়োগকারী আলওয়ালদ বিন তালালের বাবা তিনি। ১৯৫০-৬০ সালের মধ্যে দেশটির সরকারের যোগাযোগ এবং অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ২০১১ সালে তিনি আল্লায়েন্স কাউন্সিল থেকে পদত্যাগ করেন। সউদী নারীদের গাড়ি চালানো, কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে তিনি সমর্থন দিয়েছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সংযুক্ত আরব-আমিরাত সরকার। সূত্র: খালিজ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।