মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথম কোনো বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শনিবার এক টুইট বার্তায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ পদ লাভের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, ‘সদ্য পদোন্নতি পাওয়া ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তিনি প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এ পদটি অর্জন করেছেন।’
ডিপার্টমেন্টের ক্যাপ্টেন পদে নিয়োগ পাওয়ার পর খন্দকার আবদুল্লাহ বলেন, ‘নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি আমার কাজের জন্য সবার সহায়তা কামনা করছি।’
উল্লেখ্য, এর আগে নিউ ইয়র্ক পুলিশের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা বিভিন্ন সময় কাজ করেছেন। তবে কখনোই তারা কেউই পুলিশের ক্যাপ্টেন পদমর্যাদা অর্জন করতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।