মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন নির্বাচনে একটি বিশ্বস্ত আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সময়সীমার মধ্যে পর্যবেক্ষকদেরকে অনুমোদনপত্র ও ভিসা প্রদানে বাংলাদেশ সরকার ব্যর্থ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র হতাশ। এই কারণে, যুক্তরাষ্ট্রের জাতীয় গণতান্ত্রিক ইন্সটিটিউটের অর্থায়নে পরিচালিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল) ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তাদের পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে। গত শুক্রবার প্রকাশিত ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস স্টেটমেন্টে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের অনুপস্থিতি বাংলাদেশ সরকারের জন্য এখন যুক্তরাষ্ট্রের (ইউএসএইড) অর্থায়নে পরিচালিত এনজিও গুলোসহ স্থানীয় এনজিও গুলোকে স্বীকৃতি ও অনুমোদন প্রদান সম্পন্ন করা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, যাতে এনজিওগুলো কার্যনির্বাহী দল গঠন করে নির্বাচন পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে পারে।
প্রেস স্টেটমেন্টে আরো বলা হয়, কোন গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অবশ্যই সবার জন্য শান্তিপূর্ণ মত প্রকাশ ও সমাবেশের অধিকার, স্বাধীন প্রচার মাধ্যমগুলোর জন্য নির্বাচন সংক্রান্ত খবর প্রকাশে স্বাধীনতা, অংশগ্রহণকারীদের জন্য তথ্য পাওয়ার সুযোগ এবং হয়রানি, হুমকি বা সহিংসতার শিকার না হয়ে সবার জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণভাবে নিজ মত প্রকাশ ও ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণে সব বাংলাদেশিকে নিশ্চয়তা দেয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।