Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা মুখ্যমন্ত্রীর খেতাব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৯:০০ পিএম

ভারতে সেরা মুখ্যমন্ত্রীর খেতাবে ভূষিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তাকে ‘স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্কচ গ্রুপের পক্ষ থেকে দেওয়া এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। দেশের অন্য সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের প্রশাসন ভালভাবে এগুচ্ছে বলে জানিয়েছে গ্রুপটি। পশ্চিমবঙ্গের সরকার এবার বিভিন্ন ক্ষেত্রে মোট ৩১ টি স্কচ পুরস্কারে ভূষিত হয়েছে। ১৯৯৭ সাল থেকে স্কচ গ্রুপ দেশের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে।
উল্লেখ্য, গ্রুপটির যেমন পরামর্শক প্রতিষ্ঠান আছে, ঠিক তেমনি তাদের মিডিয়া এবং অসংখ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ