Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপ থেকে প্রায়শ্চিত্তে ইন্ডিগোর ফ্লাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৮:৫১ পিএম

সম্প্রতি ভারতে ইন্ডিগো এয়ারলাইন্স ব্যাঙ্কক থেকে বারাণসী পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করেছে। তার পর থেকেই টুইটারে এ ফ্লাইট নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেখানে এই ফ্লাইট পরিচিত হয়েছে ‘পাপ থেকে প্রায়শ্চিত্ত’ নামে।
ভারতে পদ্মা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসী শহরটি মন্দিরের শহর বলে পরিচিত। কারণ এই শহরের অলিতে গলিতে রয়েছে অসংখ্য মন্দির। প্রতিদিন হাজার হাজার পর্যটক বারাণসীতে ভিড় করেন পদ্মা তীরের সন্ধ্যারতি দেখা ও প্রায়শ্চিত্ত করার জন্য। অন্য দিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক পরিচিত পর্যটনের জন্য। পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে ভিড় করেন লাস্যময় জীবনে ভেসে যাওয়ার জন্য। সেখানকার বিভিন্ন বার ও ড্যান্স ক্লাব ব্যবসা রমরমা হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো পাপ।
দুটি শহরের এই বৈপরীত্যকে হাতিয়ার করেই টুইটারে শুরু হয়েছে মজা। ব্যাঙ্কক থেকে বারাণসী পর্যন্ত ওই বিমান যাত্রাকে এজন্য মজা করে বলা হয়েছে ‘পাপ ও প্রায়শ্চিত্তর পথে যাত্রা’! বড়দিনের ছুটির আমেজে ‘পাপ ও প্রায়শ্চিত্ত’ যাত্রা নিয়ে তাই মজে রয়েছেন নেটিজেনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ