মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১জন নিহত ও আরো ১৫জন আহত হয়েছেন। নিহতরা কৃষ্ণ সেন ইচ্চুক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক । খবর আল জাজিরা।
পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি জানান, বাসটি শুক্রবার ডাং জেলায় শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল। বাসটি তুলসিপুর শহরের কাছের সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে বাসটি পাশের ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়। আমরা ১৩ জন পুরুষ ও ৩ জন নারীর মরদেহ পেয়েছি।
পুলিশ কর্মকর্তা জানান, আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণে উদ্ধার অভিযান প্রতিকূলতার মুখে পড়েছে। রাজধানী কাঠামান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে তুলসিপুর শহর অবস্থিত। এর আগে, গত সপ্তাহে মধ্য নেপালের নওয়াকোট জেলায় সড়ক থেকে একটি মিনি ট্রাক খাদে পড়ে গেলে ১২ জন নিহত হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।