Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে ফের ক্লিয়ারেন্স অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমারের রাখাইনে নতুন করে তথাকথিত ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় নতুন দফায় এ অভিযান শুরু করার বিষয়টি জানিয়েছে। স্থানীয় চার বৌদ্ধের ওপর হামলা ও দু’জন নিহতের ঘটনাকে অজুহাত করে এ অভিযান শুরু করা হয়েছে। একটি হামলায় স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে। রাখাইনের উত্তরাঞ্চলীয় পিয়ু মা ক্রিকে এ সহিংসতার ঘটনা ঘটে ১৭ ডিসেম্বর। এখানেই গত বছর মিয়ানমার সেনাবাহিনী সহিংস অভিযান পরিচালনা করেছিল। ওই অভিযানের মুখে পালিয়ে আশ্রয় নেয় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা। জাতিসঙ্ঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত। বৃহস্পতিবার মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী আবার সক্রিয় হয়েছে এবং পিয়ু মা ক্রিক এলাকায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে। দুই আদিবাসী বৌদ্ধ মাছ ধরতে গিয়ে ফিরে না আসা ও দুই দিন পর গলাকাটা অবস্থায় তাদের লাশ উদ্ধারের পর এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ১৭ ডিসেম্বর মাছ ধরার সময় বৌদ্ধ ধর্মাবলম্বী আরো দুই ব্যক্তি হামলার শিকার হন। ‘বাংলা ভাষায় কথা বলা’ ছয় ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে ওই দুই বৌদ্ধ ধর্মাবলম্বী পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো হামলাকারীদের পরিচয় জানে না। এ দিকে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটরদের উভয়দলীয় কয়েকজন সদস্য। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেয়া এক চিঠিতে এ আহ্বান জানান তারা। গত বছর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি সীমান্ত চৌকিতে কথিত রোহিঙ্গা বিদ্রোহীদের হামলাকে অজুহাত করে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে কঠোর অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। এ দমনাভিযানের মুখে গত বছরের আগস্ট থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সামরিক বাহিনীর এ দমনাভিযানকে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে জাতিসঙ্ঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা। তবে জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। মার্কিন সিনেটরদের ওই গ্রুপটি পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কাছে পাঠানো একটি চিঠিতে বলেছেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব রিপোর্টে গণহত্যার পরিষ্কার প্রমাণ উপস্থিত থাকা সত্তে¡ও মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে দৃঢ় আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ মিয়ানমারের সামরিক বাহিনীর পদক্ষেপ নিয়ে একটি আনুষ্ঠানিক অবস্থান নেয়ার জন্য পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছেন ওই সিনেটররা। চিঠিতে বলা হয়েছে, ‘সন্ত্রাস ছড়ানো, তাড়িয়ে দেয়া এবং রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করা-উত্তর রাখাইন রাজ্যের এসব সহিংসতা কোনো প্রশ্ন ছাড়াই গণহত্যার সংজ্ঞার সাথে খাপ খায়।’ চিঠিতে আরো বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর ওই পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা আখ্যা দিতে ব্যর্থ হওয়া রোহিঙ্গাদের জন্য ‘সত্য বলা ও দায়িত্ব’ অস্বীকার করা হবে এবং ‘মানবাধিকার, মর্যাদা ও জবাবদিহিতার প্রচার ও এগিয়ে নেয়ার বিষয়ে’ মার্কিন জাতির উত্তরাধিকারের ক্ষেত্রে ‘কলঙ্ক লেপন’ করা হবে। সিনেটের ফরেন রিলেশন্স কমিটির প্রধান ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনডেজ, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ও সুসান কলিন্স এবং ডেমোক্র্যাট সিনেটর এড মার্কি, টিম কেইন, বেন কার্ডিন ও জেফ মার্কলি চিঠিটিতে স্বাক্ষর করেছেন। সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিও মিয়ানমারের সামরিক অভিযানকে ‘একটি গণহত্যা’ ঘোষণার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিল। রয়টার্স, এএফপি।



 

Show all comments
  • হৃদয় ২২ ডিসেম্বর, ২০১৮, ২:০৫ পিএম says : 0
    বদ্ধ জাতি হল একট নোংরা জাতি,,,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ