Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মদের জন্য ভিক্ষা চাইছেন কনস্টেবল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মদ কিনবেন বলে পথে পথে ভিক্ষে করছেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি বলছেন, যে যা পারেন অন্তত পাঁচ টাকা করে অঅমায় ভিক্ষে দিন। এমন ঘটনা ঘটেছে ভারতের আরামবাগে। অভিযুক্ত ওই পুলিশের নাম শ্যামল সিংহ। তিনি আরামবাগ থানার পুলিশ কনস্টেবল। ওই পুলিশ কনস্টেবল গত কয়েক দিন থেকে আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, বøকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন। তাদের বলছেন, আমি তো চাঁদা চাইছি না, ভিক্ষা চাইছি। ভিক্ষা করার সময় মদ্যপ ছিলেন শ্যামল। এসময় তিনি আরো বলেন, মদ খাই বলে বেতন আটকে দিয়েছে। তাই ভিক্ষা চাইছি। ওই থানার এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, পুলিশের পোশাক পরে বদমায়েশি করেছেন শ্যামল। শিগগিরই তাকে ক্লোজ করা হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ