Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকায় নতুন মন্ত্রিসভার শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৮:০৫ পিএম

শ্রীলংকায় শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। বৃহস্পতিবার ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এর আগে সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। রোববার নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে পার্লামেন্টে বিরোধী দল নিয়ে ঝামেলার কোনো সুরাহা হয়নি। খবর রয়টার্স।
বিক্রমাসিংহের মন্ত্রিসভা ঘোষণা করা হলেও আইনশৃঙ্খলা মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন সিরিসেনা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রজিথা সেনারত্নে ও মানগালা সামারাবিরাকে অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেয়া হয়েছে। রজিথা সেনারত্নে বলেন, তাকে হত্যাচেষ্টা বিষয়ে সুরাহা এবং কিছু সংস্কার করার পূর্বপর্যন্ত সাময়িকভাবে আইনশৃঙ্খলা মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রেসিডেন্ট।
অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর সামরাবিরার প্রথম কাজ হবে আগামী ১ জানুয়ারি সরকারি অফিস বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন রোধে একটি সাময়িক বাজেট পাস করা।
উল্লেখ্য, অক্টোবরের শেষদিকে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সমর্থন না পাওয়ায় শ্রীলংকায় রাজনৈতিক সংকট শুরু হয়।
দেশটির পার্লামেন্টে মঙ্গলবার বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাজাপাকসে। এদিন পার্লামেন্ট অধিবেশনে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়ান্সের (ইউপিএফএ) সংসদ সদস্য হিসেবে তাকে বিরোধী দলের নেতার স্বীকৃতি দেন স্পিকার কারু জয়সুরিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ